বজ্রপাতে পঞ্চগড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া বজ্রপাতে বাবা ও ছেলে এবং বোদায় কিশোরের মৃত্যু হয়েছে।আজ সোমবার দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। তেঁতুলিয়ার ভজনপুর ইউপি চেয়ারম্যান মো. মোকসেদ আলী জানান, দুপুরে খুনিয়াগছ গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও তাঁর ছেলে আনিসুর রহমান (৩৫) বাড়ির পাশে বোরো ধান কাটছিল। এসময় আকস্মিক বজ্রপাতে দু’জনই গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আতাহার সিদ্দিকী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
একই সময়ে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামে বজ্রপাতে রিপন ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদরাসার দশম শ্রেণীর শিার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের তে থেকে হাঁস পিটিয়ে বাড়ি আনতে গিয়েছিল রিপন। এসময় আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. হাসিনুর রহমান বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি