হিলিতে গাঁজাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হাকিমপুর উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৮), শহিদুল ইসলামের স্ত্রী জমিরন বেগম (২৮) ও গিয়াস উদ্দিনের স্ত্রী শরিফা বেগম (৫৫)।
আজ বুধবার দুপুর ১২ টায় তাদের বাড়ি থেকে আটক করা হয়।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে একই পরিবারের শহিদুল,জমিরন ও শরিফাকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

হিলি (দিনাজপুর)