বগুড়ায় ডোবায় মিলল নিখোঁজ ২ শিশুর লাশ
বগুড়ার গাবতলী উপজেলায় ডোবা থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত শিশুরা হলো- স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের শাহাপুর উত্তরপাড়ার ফুল মিয়ার ছেলে সৌরভ মিয়া (৬) ও প্রতিবেশী সোহেল ইসলামের ছেলে কাউসার ইসলাম (৮)।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে খেলার জন্য শিশু সৌরভ ও কাউসার নিজ নিজ বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। সন্ধ্যার পর বাড়ির পাশে ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশ নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, প্রাথমিক তদন্তে দুই শিশু ডোবার পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা পাওয়া গেছে। শিশু কাউসার তার সৎমায়ের কাছে থাকত। তাই কোনো বিতর্ক এড়াতে দুটি মরদেহ ময়নাতদন্ত করানো হয়।
এ ব্যাপারে গাবতলী থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে।

অনলাইন ডেস্ক