চেঁচড়া সীমান্তে মাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে ছেলে
জয়পুরহাটের পাঁচবিবির চেঁচড়া সীমান্তে মাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে জাহিদুল নামের এক কুলাঙ্গার ছেলে।আজ বুধবার(১০জুন) সন্ধ্যায় চেঁচড়া সীমান্তের মসজিদের পাশে পাকা রাস্তার উপর আহত মা পড়ে আছে এমন দৃশ্য ক্যামেরায় বন্দি করল হিলি প্রতিনিধি।এলাকাবাসী জানান, মৃত নিয়ামত আলীর ছেলে জাহিদুল মাঝে মধ্যে তার অসহায় মাকে মারধর করে। আজকেও স্ত্রীর কারনে তার মাকে কিল-ঘুষি মেরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে।এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, বিষয়টি আমি জেনেছি। ঐ কুলাঙ্গার ছেলেকে গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি