পুলিশের এসআই সহ জয়পুরহাটে নতুন আক্রান্ত ১৬
১২ দিন পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে জয়পুরহাটে। জেলায় পুলিশের এক এসআই সহ নতুন করে আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে।
এদিকে এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১১৭ জন করোনা রোগী। এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞাকে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় মুঠোফোনে জানান, শনিবার রাতে ৩১৯ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে নেওয়া হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি