বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোস্তাফিজার রহমান (৫৬) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনায় ২৮ জনের মৃত্যু হলো।
আজ শুক্রবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।
তিনি জানান, গত ১৭ জুন ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ১৮ জুন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ফলাফলে করোনা পজিটিভ আসে। আজ দুপুর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনলাইন ডেস্ক