প্রকাশিত : ১৯ জুন, ২০২০ ২১:১০

পুলিশে করোনায় আক্রান্ত ৮৫২০ ও সুস্থ হয়েছেন ৪৮৯৩

অনলাইন ডেস্ক
পুলিশে করোনায় আক্রান্ত ৮৫২০ ও সুস্থ হয়েছেন ৪৮৯৩

প্রতিদিন বাংলাদেশ পুলিশের সদস্যরা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট আট হাজার ৫২০জন। করোনার থাবা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়েছেন চার হাজার ৮৯৩ জন।আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের করোনায় গঠিত কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই হাজার ৩০ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের ভেতরে করোনামুক্ত হয়েছেন চার হাজার ৮৯৩ জন। তাঁরা অধিকাংশই কাজে যোগ দিয়েছেন। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন পুলিশ সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা বলেন, ‘করোনা প্রতিরোধে পুলিশ শুরু থেকেই মাঠে কাজ করছে। যাতে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে কাজ করেন সেজন্য নিয়মিত তাঁদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত সদস্যদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দ্রুত রোগী সুস্থও হয়ে উঠছেন। সুস্থ হওয়াদের ভেতরে অনেকেই কাজে যোগদান করেছেন।’

এদিকে, নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হলো।আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

উপরে