বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই সুবোধ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত সোয়া ৯ টায় নন্দীগ্রাম পুরাতন বাজার থেকে ইয়াবা ব্যবসায়ী ইউনুস আলী (৩৫) কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে উপজেলার বৈলগ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানিয়েছে, তাকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউনুস আলীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি