বগুড়ায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ২২ জন, শিশু ৫ জন।
আজ শনিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৭৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮টি পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ১২৮ নমুনা পরীক্ষার ফলাফলে ৪৯ জন পজিটিভ। উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৬ জন, শেরপুরে ৪ জন, শিবগঞ্জে ৩ জন, ধুনটে ২ জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে।
এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ২৬৬৯ জন। সুস্থ হয়েছেন ৩২২ জন এবং মারা গেছেন ৪৭ জন।

অনলাইন ডেস্ক