মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক সাইদুজ্জামান তারার মৃত্যুতে বগুড়া জেলা আ. লীগের শোক
সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক হাতিয়ার পত্রিকার নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান সরকার তারা গত শুক্রবার রাত ৯ টায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
