জয়পুরহাটে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার চেচঁড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটককৃত ইলিয়াছ উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, মঙ্গলবার ভোররাতে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। তখন বিজিবি টহলদলের সদস্যরা তাদেরকে দাঁড়ানো সংকেত দেয়।
এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে আটক করে বিজিবি। পরে মাদক আইনের মামলায় তাকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়

জয়পুরহাট প্রতিনিধি