হিলিতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হিলির সরঞ্জাগাড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আলী হাসান বাবু (২৭), ঐগ্রামের মতিউর রহমানের ছেলে মোত্তারুল ইসলাম (২৭) ও সাতকুড়ি গ্রামের খলিল রহমানের ছেলে সাহাজুল ইসলাম স্বাধীন (২৫)।
বৃহস্পতিবার ভোর রাতে হিলি হরেকৃষ্ঠপুর এলাকা থেকে তাদের ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সহ সঙ্গীফোর্স নিয়ে হরেকৃষ্ঠপুর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিলসহ বাবু, মোত্তারুল ও স্বাধীনকে হাতেনাতে আটক করি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে

হিলি (দিনাজপুর)