জয়পুরহাটে ইসলামী ব্যাংকের ৩৪ জন আক্রান্ত, ব্যাংক লকডাউন
ইসলামী ব্যাংক বাংলাদেশ জয়পুরহাট শাখার ব্যবস্থাপক সহ ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সকাল থেকে করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিঞা শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান, নমুনা পরীক্ষার ফলাফল বিলম্বের কারণে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ব্যাংকটি লকডাউন করে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়েছেন ২০৭ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত জেলায় কারো মৃত্যু হয়নি বলেও তিনি জানান।

অনলাইন ডেস্ক