পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শতাধিক কৃষক পরিবারের গণঅভিযোগ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভূমি দস্যুর বিরুদ্ধে জমি দখল, সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ, মিথ্যা মামলা দিয়ে নিরিহ কৃষকদের হয়রানিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যনসহ জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার মেলেনি। ভুক্তভোগীরা অবশেষে প্রতিকার চেয়ে ভূমি মন্ত্রী, দূদক মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে গণঅভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের আব্দুল মজিদ পেশায় একজন ব্যবসায়ী। নিজের অপকর্মকে আড়াল করতে স্ত্রী কহিনুর বেগমের নামে চা বাজারজাতকরণ কোম্পানী, কাপড়ের দোকানসহ রয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ী পরিচয়ের আড়লে তিনি মুলত জমি জালিয়াতিসহ নানা অপকর্মে জড়িত। কৌশলে স্থানীয়দের ফাসিয়ে বিপদে ফেলেন। তাদের নানাভাবে হয়রানিসহ এক পর্যায়ে তাদের কাছেই অর্থ আদায় করেন।
অভিযোগে বলা হয়, আব্দুল মজিদ স্থানীয় ঈদগাহ, মসজিদ, মাদরাসা এবং সরকারি কিনিকের জন্য অন্যের দানকৃত জমির ভূয়া কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করেন। একাধিক কৃষক পরিবারের বসতভিটা নিজের দাবি করে মামলা করেন।সড়কের পাশে সরকারি খাস জমি দখল করে নিজে মালিক সেজে মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয়দের বরাদ্দ দিয়েছেন। শালবাহান রোড বাজারের মুল্যবান সরকারি জায়গায় অবস্থিত দোকানের পাশের জায়গাও বিক্রি করেন। স্থানীয় প্রভাবশালী ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই তিনি এমন অপকর্ম করে চলেছেন। নিরিহ কৃষকদের জমি সংক্রান্ত প্যাঁচে ফেলে সুযোগ বুঝে তিনি তাদের কাছেই মোটা অংকের টাকা আদায় করেন। এসব অপকর্মের ফলে অল্প দিনেই অঢেল সম্পদের মালিক হয়ে যান আব্দুল মজিদ। তবে মামলা এবং অযথা হয়রানির ভয়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পান না।
শালবাহান রোড এলাকার শ্রমজীবী নারী আয়েশা খাতুন (৫২) জানান, তার ক্রয়কৃত ১০ শতক বসতভিটার ওপর মজিদের চোখ পড়ে। এরপর তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেন। স্বামী হারা ওই নারী নিজেই আয় করে মজিদের সাথে মামলা পরিচালনা করেছেন। নিম্ন আদালতে রায় পেলেও মুক্ত হতে পারেননি মজিদের কবল থেকে।
মাঝিপাড়ার শালবাহান রোড জামে মসজিদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল্লা হেল বাকী (৭৫) জানান, এই মসজিদের জমি স্থানীয় এক ব্যক্তি দান করেন। কিন্তু গোপনে ভূয়া কাগজপত্র বানিয়ে আব্দুল মজিদ এখন মসজিদ ও ঈদগাহের জমিও তার কবলে নিয়েছেন। মসজিদ এবং ঈদগাহের জমি নিজের দাবি করে তিনি আমাদের নামাজে আসতেও বাধা দিচ্ছেন। তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে অনেক অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমরা তার এমন অনৈতিক কর্মকান্ডের তদন্ত করে বিচার দাবি করছি।
সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ অস্বীকার করে আব্দুল মজিদ জানান, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রথমে জমিগুলো যার কাছে ক্রয় করেছি তার কাগজপত্র ঠিক ছিল না। পরে সেই জমি আবারও আমার স্ত্রীর নামে ক্রয় করি এবং এখন কাগজপত্র সব ঠিক আছে। সরকারি সম্পত্তি (এ্যনিমি প্রপার্টি) বলে যে জমিগুলোর অভিযোগ করা হচ্ছে সেগুলো তার ক্রয়কৃত জমি বলে দাবি করেন আব্দুল মজিদ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান বলেন, তেঁতুলিয়ার শালবাহান রোড এলাকার আব্দুল মজিদ নামে এক জনের বিরুদ্ধে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে অভিযোগটি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মর্কতার কাছে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

পঞ্চগড় প্রতিনিধি