সাপাহারে এই প্রথম করোনায় এক জনের মৃত্যু
নওগাঁর সাপাহারে করোনা পজেটিভে এই প্রথম এক জন করোনা সম্মুখ যোদ্ধা গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। জানাগেছে, উপজেলার আটানিপাড়া রামান্দ্রবাটি গ্রামের মৃত: এন্তাজ আলীর ছেলে হারুন আর রশিদ (৫১) ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহা: রুহুল আমিন ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট, বহুমূত্র রোগসহ জটিল রোগে ভুগছিলেন। গত ৩০ জুন মঙ্গলবার সাপাহার থেকে সরাসরি নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। একদিন টিকিৎসা নেওয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়ায়ুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শনিবার নওগাঁ সিভিল সার্জন মৃত্যু ব্যক্তি করোনা পজেটিভ সেটি তার পরিবারকে নিশ্চিত করেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সুসম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যব্যক্তি সহ উপজেলায় নতুন করে ৩ জনের শরীরে করোনা পজেটিভ। উপজেলায় মোট ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সাপহার (নওগাঁ) প্রতিনিধি