নীলফামারীর কিশোরগঞ্জে এক শিশুসহ নতুন ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত
নীলফামারীর কিশোরগঞ্জে এক শিশুসহ ৫ জনের নতুন করে করোনায় আক্রান্ত । শনিবার রাত ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৩৪ জনে। আক্রান্তদের বাড়ীসহ ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়- রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকের গাড়াগ্রাম টেপার হাট শাখার এক কর্মকর্তার করোনা পজেটিভ হওয়ায় তার পরিবারের সদস্যদের নমুনা ২৮ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ওই ব্যাংক কর্মকর্তার ৩ বছরের শিশুটির আজ (শনিবার) করোনা পজেটিভ ফলাফল আসে। একই তারিখে স্থানীয় বেসরকারি মা ও শিশু ল্যাবের কর্মচারীর নমুনার ফলাফলও পজেটিভ এসেছে। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পপনা বিভাগের স্টোর কিপারের নমুনার ফলাফলও পজেটিভ আসে। এদিকে গাড়াগ্রাম পাটোয়ারী পাড়া গ্রামের এক যুবক ও বড়ভিটা উত্তরপাড়া গ্রামের এক ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। নতুন এ ৫ জনসহ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৪ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ নতুন ৫ জন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান- তাদের সকলকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এদের পার্শ্ববতী ১০ টি বাড়ির লোকজনকে লকডাউন করা হয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি