নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষক নেতা ও সংগঠক আবু সাঈয়েদ মাষ্টারের ইন্তেকাল
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষক নেতা ও সংগঠক আবু সাঈয়েদ (৮৫) বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে তিনি কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির মুন্সিপাড়ার বাসায় শয্যাশায়ী ছিলেন। শনিবার রাত ৯টায় তিনি মারা যান। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিশোরগঞ্জের সর্বস্তরের পেশাজীবি মানুষ সমবেদনা প্রকাশ করেন। তাঁর নামাজে জানাজা রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অমায়িক, সৎ ও নিষ্ঠাবান আবু সাঈয়েদ প্রাথমিক শিক্ষকদের নেতৃত্ব সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি