বগুড়ায় আরও ৬৮ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার বেলা ১১ টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় নতুন করে ৬৮ জন করোনায় শনাক্তদের মধ্যে বগুড়া সদরে ৪৭, শাজাহানপুরে ৬, শেরপুরে ১২, শিবগঞ্জে ২ এবং কাহালু ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ২৬ জন পজিটিভ। অপর দিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৯৪ জনের মধ্যে ফলাফলে বগুড়ায় ৪২ জন পজিটিভ। ফলে মোট ৩৮২ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৬৮ জন করোনা পজিটিভ হয়েছে।
সোমবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৩৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২৩ জন। মৃত্যু ৬২ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ২২৯০ জন।

অনলাইন ডেস্ক