নীলফামারীর কিশোরগঞ্জে ব্রীজের নীচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি ব্রীজের কাছ থেকে আজ সোমবার দুপুরে শ্যামলী (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে স্বামী আশিকুরকে পুলিশ আটক করেছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে বেলতলী ব্রীজের কাছে একটি মহিলার লাশ দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্রীজের কাছ থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা সূত্র জানায়- নিতাই ইউনিয়নের মৌলভীরহাট গ্রামের আশফাদুলের কন্যা শ্যামলীর সাথে মুশরুত বালাপাড়া গ্রামের কাল্টুর পুত্র আশিকুর রহমানের ৫-৬ বছর আগে বিয়ে হয়। ওই দম্পত্তির ২ বছর ৬ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ঘটনার সতত্য স্বীকার করে জানান- প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আশিকুরকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে লাশ পাঠানো হবে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি