প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ১৬:৩৩

নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন করোনা শনাক্ত

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন করোনা শনাক্ত

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্রণী ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ২ জন করোনা ভাইরাসে সংক্রমন হয়েছে। আজ সোমবার রাত ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৩৬ জনে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়- জলঢাকা শাখার অগ্রণী ব্যাংক কর্মকর্তা জয়দেব কর্মকারের (৩৩) নমুনার ফলাফল পজেটিভ এসেছে। তিনি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের দিজেন্দ্র নাথের পুত্র। এদিকে রনচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের মৃত সাহার উদ্দিনের পুত্র ফজলার রহমানের (৫৯) নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। তারও করোনা পজেটিভ হয়েছে। দু’ জনের নমুনা ৭ জুলাই প্রেরণ করা হলে আজ রাতে ফলাফল হাতে এসেছে। দু’ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। নতুন এ ২ জনসহ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৬ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ নতুন ২ জন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান- তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে

 

উপরে