দুপচাঁচিয়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ডেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন প্রমুখ। এদিন ২৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ষ্টাফ রিপোর্টার