কাহালুতে পেপার মিলে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই কিবরিয়া পেপার মিলে পাল্প তৈরীর সময় কোন বি আর বেল্টে পুরাতন কাগজ বেল্টে পড়ে যায়। বেল্টে কাগজ তোলার জন্য শ্রমিক মজিবর রহমান (৫৫) অসাবধানতা বশতঃ হাত দিলে বেল্টে হাত আটকে গিয়ে চলন্ত কোন বি আর বেল্টে মাথায় মারাত্নক জখম হয়।
শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে ঘটনাট ঘটে।
সঙ্গে সঙ্গে রাতেই ওই শ্রমিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষনা করে। মজিবর রহমান কাহালু পৌর শহরের উলট্র পূর্বপাড়া গ্রামের মৃতঃ দিনার উদ্দিনের পুত্র।
কিবরিয়া পেপার মিলের ম্যানেজার নুর হোসেন জানান, কোন সমস্যা হলে মেশিন বন্ধ করার নির্দেশ দেয়া আছে কিন্তু অসাবধানতা বশতঃ দূর্ঘটনাটি ঘটেছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, কিবরিয়া পেপার মিল কৃর্তপক্ষ আমাকে বিষয়টি অবগত করেছেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি