রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থের অধিকার নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর সভাপিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম জাহাঙ্গীর, আবাসিক মেডিকাল অফিসার মাকসুদুর রহমান সনি।
আলোচনা সভা শেষে উপজেলার মাঠ পর্যায়ে সর্বোচ্চ সেবা দানকারি পরিবার কল্যাণ সহকারি, পরিদর্শিকাসহ ৬জনকে পুরস্কার প্রদান করা হয়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি