পঞ্চগড়ে জাপা এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. সোহেল রানার বিরুদ্ধে পঞ্চগড়ে জমি দখলের অভিযোগ উঠেছে। একইসাথে তার প্রশ্রয়ে থাকা সংঘবদ্ধ একটি চক্র মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদের হয়রানিও করছেন।
শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগকারীরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউপি’র নালাগঞ্জ গ্রামের ময়নুর রহমান প্রধান তরু, মোছা. মমতাজ দৌলতানা, মাহশিকুর রহমান টুকু, মসলেহার রহমান ফুলু, মো. মোজাফর রহমান ও মো. মখলেছুর রহমান। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মখলেছুর রহমান।
মখলেছুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৯৬২ সালে ৮টি খতিয়ানে এসএ রেকর্ডভুক্ত তাদের গয়েশপুর এগ্রিকালচার ফার্ম লিমিটেডের প্রায় ১৮৯ একর জমি খাজনা প্রদানসহ ভোগ দখল করছিলেন। কিন্তু ২০১০ সালে একই এলাকার লোকমান হোসেন গং জাল কাগজপত্র দিয়ে যুগ্ম জেলা জজ আদালতে ৩৪/১০ অন্য মামলা করেন। তদবির না করায় আদালত দুদফায় খারিজ করে দেন। সর্বশেষ ২০১৬ সালের ৮ নভেম্বর মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে আরজি দাখিল করায় আদালত আবার মামলাটি খারিজ করে নিস্পত্তি করে দেন। পরবর্তীতে তাদের আবেদনে হাইকোর্ট ৬০ দিনের মধ্যে মামলাটি নিস্পত্তি করতে জেলা যুগ্ন জজ আদালতকে নির্দেশ দেন। তবে পুন:দাখিল সাপেক্ষে তারা মামলাটি আবার প্রত্যাহারের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর বরেন।
তিনি অভিযোগ করেন, মামলা চলমান অবস্থায় লোকমান হোসেন গং ২০১৩ সালের ১০ অক্টোবর নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা মো. সোহেল রানার কাছে ১০ একর জমি বিক্রি করেন। এর প্রেক্ষিতে ১৯৬২ সালের এসএ রেকর্ডে বাদীপক্ষের বিক্রিত সম্পদে অংশিদারিত্ব না থাকায় ইউপি চেয়ারম্যান জমি রেজিস্ট্রি না করতে টুনিরহাট সাব রেজিস্টারকে লিখিতভাবে অনুরোধ করেন। বিষয়টি আদালতকে অবহিত করা হলে মামলা চলমান অবস্থায় জমি বিক্রি হওয়ায় বিক্রেতা (বাদীপক্ষ) ও ক্রেতাকে কারণ দর্শাও নোটিশ প্রদান করেন। কিন্তু তারা সেই নোটিশের কোন জবাব দেননি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুনভাবে জাল কাগজপত্র তৈরি করে বাদিপক্ষ যুগ্ম জেলা জজ আদালতে ৮৬/২০১৯ বাট্য়োারা মামলা করেছেন। এ মামলায় হেরে যাওয়ার ভয়ে গত ২৮ মে, ৩ জুন ও ৬ জুলাই সংসদ সদস্য সোহেল রানা তার লোকজন নিয়ে জমিতে প্রবেশ করেন। ওই জমিতে তিনি তার লোকজনকে দিয়ে বিভিন্ন ফসল আবাদ করেছেন। এর আগে একজন বিধবা মহিলার ঘরে আগুন লাগিয়ে ১৫ জনের নামে ওই বছরের ২০১৩ সালের ১৪ নভেম্বর একটি মিথ্যা মামলা করান।
সংবাদ সম্মেলনের বলা হয়, যখন করোনা ভাইরাস মহামারিতে মানুষ দিশেহারা তখন একজন সংসদ সদস্য জমি দখলসহ আইন গর্হিত কাজে কিভাবে লিপ্ত হন তা আমাদের বোধগম্য নয়। তারা অভিযুক্ত সংসদ সদস্যসহ জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংসদ সদস্য মেজর (অব.) মো. সোহেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, ১০ বছর আগে আমি ওই জমি কিনেছি। ওই জমি নিয়ে শরিকদের মধ্যে বাটোয়ারা মামলা চলছে। বাটোয়ারা মামলায় সাধারণত কার কোন অংশে জমি সেটা নির্ধারণ করা হয়। আদালতে যে অংশে আমার বা বিক্রেতাদের অংশ নির্ধারণ করে দিবে সেটা মেনে নিব। এজন্য এখানে জমি দখলের প্রশ্ন আসেনা। আর জমি বিক্রেতা ও তাদের স্বজনদের দিয়েই জমি চাষাবাদ করায় দখলের অভিযোগ একেবারেই মিথ্যা।

পঞ্চগড় প্রতিনিধি