সাপাহারে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আজ রোববার সকাল ১০ টায় বৈকন্ঠপুর তিলোনি দাখিল মাদ্রাসা মাঠে, নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন, পরে পারিবারিক করস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ওসি (তদন্ত) আল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী প্রমূখ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: