কাহালুর মুরইল ইউ পি সদস্যকে মারপিট, থানায় মামলা দায়ের
মাতৃকালিন ভাতা ও বয়স্ক ভাতার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারে নিষেধ করায় বগুড়ার কাহালুর মুরইল ইউ পি ৫নং ওয়ার্ড সদস্য মো. মানিক মিয়া (৫২) কে মারপিট করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় রোববার ইউ পি সদস্য মানিক মিয়া বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কাহালু উপজেলার মুরইল মাস্টার পাড়ার মৃতঃ পোনা পাগলার ছেলে মামলার আসামী টুটুল হোসেন কিছুদিন হলে মুরইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লোকজনদের খবর দেয় যে, মাতৃকালিন ভাতা ও বয়স্ক ভাতার কার্ড ইউ পি সদস্য মানিক মিয়ার কাছে আসিয়াছে। কার্ড করার জন্য টুটুল হোসেন লোকজনের নিকট হইতে টাকা পয়সা নেন। উক্ত সংবাদ শুনে ওয়ার্ডের লোকজন ইউ পি সদস্যের বাসায় ভিড় করতে থাকে ।
এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ করলে ইউপি সদস্য মানিক মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে ঝগড়া বিবাদ করে টুটুল হোসেন।
এ ঘটনার জের ধরে পরিকল্পিত ভাবে ঝগড়ার আপোষ মিমাংসার কথা বলে ইউ পি সদস্য মানিক মিয়াকে বাড়ী থেকে মোটর সাইকেল যোগে ডেকে নিয়ে গত ১২ জুলাই সকালে উপজেলার মুরইল মাস্টার পাড়ার মৃতঃ পোনা পাগলার ছেলে মামলার আসামী সাগর মাস্টার (৫০), টুটুল হোসেন (৩২) এবং তাদের স্ত্রী রহিমা বেগম (৪০) ও ফেন্সি বেগম (২৮), একই গ্রামের বাবলু শেখের ছেলে সাজ্জাদ হোসেন (২২), মুরইল বিষ্ণপুর গ্রামের মোজাহার প্রাং এর ছেলে হাফিজার রহমান (৩৫) এবং মুরইল ধর পাড়ার টুকু মিয়ার ছেলে বাবু (৫০) ১নং আসামীর বাড়ীর সামনে এলোপাথারি ভাবে মারপিট করে আহত করেন। পরে স্থানীয় লোকজন ইউ পি সদস্যে মানিক মিয়াকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলে হলে তিনি জানান, এ ঘটনায় ইউ পি সদস্য মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি