শাজাহানপুরে নন এমপিও শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
বগুড়া শাজাহানপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার শাজাহানপুর উপজেলা পরিষদ হলরুমে নন এমপিওভুক্ত ২৫২ জন শিক্ষককে ৫ হাজার টাকার চেক ও ১৭৮ জন সাধারণ কর্মচারীকে ২ হাজার ৫’শত টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদাা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এ সময় উপস্থিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম , উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান ছান্নু বলেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর এই দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন।তারাই অংশ হিসেবে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি