বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ৯৮ সে.মি উপরে
বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বেড়েছে।
এদিকে যমুনা নদীর পানি বাড়ায় সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর, রহদহ ও সারিয়াকান্দি সদরসহ সোনাতলা ও ধুনট উপজেলার মোট ১৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল এবং পাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
হুয়ায়ুন কবির আরো জানান, যমুনা নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। সন্ধ্যা ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৭ দশমিক ৬৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, বাঙ্গালী নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। এখন এ নদীতে ১৫ দশমিক ৫৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানিও বেড়েছে।
তিনি আরও জানান, এর আগে সকাল ৬টার হিসেব অনুযায়ী যমুনা নদীর পানি ১৭ দশমিক ৪৭ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিলো। অর্থাৎ গত ১২ ঘণ্টার শেষ হিসেব অনুযায়ী পানি বাড়া অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক