জয়পুরহাটে মাদক কারবারির দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
জয়পুরহাটে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলিতে এসএম রুবেল ওরফে ডালিম (৩৭) নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে।
বুধবার ভোররাতে সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল গিয়ে ১ বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
নিহত ডালিম জয়পুরহাট সদর উপজেলার দক্ষিন খাসপাহনন্দা গ্রামের নবিবুর রহমানের ছেলে। তার নামে থানায় হত্যা, অপহরন ও মাদকের ৭/৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী এলাকার পাশে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায় পুলিশ। তখন ঘটনাস্থলের কাছে গিয়ে পুলিশ ফাঁকা গুলি করলে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ মৃত অবস্থায় ডালিমকে দেখতে পায় পুলিশ। তখন তার পাশ থেকে ১ বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক কারবারিদের দুই গ্রুপের অভ্যন্তরিন দ্বন্দে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

জয়পুরহাট প্রতিনিধি