জয়পুরহাটে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত
জয়পুরহাটে নতুন করে আরও ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫ জনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, মঙ্গলবার রাতে ৩৬২ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬৭ জন করোনা রোগী।

জয়পুরহাট প্রতিনিধি