বগুড়ায় করোনা উপসর্গে নারীসহ ২ জনের মৃত্যু
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ও বুধবার দুপুরে এক নারীসহ দুইজন মারা গেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে লাশ জানাজা ও দাফন করেছেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মমিন জানান, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ বাবলু (৬৫) বগুড়ার সোনাতলার নীলকণ্ঠ গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মালগ্রামে বসবাস করতেন। করোনা উপসর্গ নিয়ে গত ১০ জুলাই মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। পরদিন বগুড়া শজিমেক হাসপাতালে নমুনা দেন। বুধবার বেলা সোয়া ১২টার দিকে তিনি আইসিইউতে মারা যান। বিকাল পর্যন্ত তার নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত মেহের নিগারের লাশ প্রস্তুত ও জানাজা শেষে ভাইপাগলা মাজার গোরস্থানে দাফন করা হয়েছে। এ ছাড়া আবদুর রশিদ বাবলুর লাশ তার গ্রামের বাড়ি সোনাতলায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

অনলাইন ডেস্ক