জয়পুরহাটে ১ লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে ১ লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্তরে এর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী ও জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আনিসুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা বন বিভাগ জানায়, মুজিববর্ষ উপলক্ষ্যে বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় থেকে সারাদেশে ১ কোটি বিভিন্ন বৃক্ষের চারা রোপন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ কর্মসুচীর অংশ হিসেবে জয়পুরহাটের প্রতিটি উপজেলায় ২০৩২৫ টি করে মোট ১ লাখ ১৬২৫ টি বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হবে।

জয়পুরহাট প্রতিনিধি