নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, স্থানীয় বন বিভাগের কর্মকর্তা রিজভী আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ