প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বগুড়ায় ইমাম গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার ঘটনায় বগুড়ার শেরপুরে বাগড়া কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান দিদারীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত অনুমান বারোটার দিকে বাগড়া কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড চেয়ে গতকাল শনিবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, জেলার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বাগড়া কলোনী জামে মসজিদের ইমাম আব্দুর রহমান দিদারী মসজিদে ইমাম ও ওয়াজ মাহফিল করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি কারণে-অকারণে সরকারের বিরুদ্ধাচরণে সোচ্চার ছিলেন। বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানবতা বিরোধী অপরাধের কারণে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হলে তিনি আরো ক্ষুদ্ধ হয়ে উঠেন। এরই প্রেক্ষিতে মসজিদ ও বিভিন্ন ইসলামী জালসায় সরকারের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্যের পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক আইডি মাওলানা আব্দুর রহমান দিদারী এবং Mawlana Abdur Rahman Didary থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বিভিন্ন ধরনের আপত্তিকর ও মানহানীকর বক্তব্য স্ট্যাটাস দেন।
পরবর্তীতে মাওলানা আব্দুর রহমান দিদারী ব্যক্তিগত ফেসবুকে এসব আপত্তিকর ও উস্কানীমূলক প্রচার-প্রচারণা বিভিন্ন স্থানের লোকজনের দৃষ্টিতে আসে। এরই ধারাবিকতায় ওইসব রাষ্ট্রবিরোধী বক্তব্য নজরে আসায় শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী সঞ্জু মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
আর এই মামলার প্রেক্ষিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত ) আবুল কালাম আজাদ ও এসআই সাচ্চু বিশ্বাসসহ শেরপুর থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ওই রাতেই মাওলানা আব্দুর রহমান দিদারীকে বাগড়া কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজতে থাকা একটি স্যামফনি এন্ড্রোয়েট মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তার মোবাইল ফোনে থাকা ফেসবুক আইডি “মাওলানা আব্দুর রহমান দিদারী এবং Mawlana Abdur Rahman Didary পর্যালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, মাওলানা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ থেকে সে এধরণের স্ট্যাটাসগুলো দিয়েছিল। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য সাতদিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি