জয়পুরহাটে করোনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু
জয়পুরহাটের কালাইয়ে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুনুর রশীদ সরদার কালাই কৃষিব্যাংক পাড়ার বাসিন্দা। সে কালাই পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, মামুনুর রশীদ শুক্রবার করোনার উপসর্গ নিয়ে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়। সেদিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়। পরে দুপুরে তার করোনার রেজাল্ট পজেটিভ আসে।
এদিকে জেলায় নতুন করে আরও ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬২১ জন । আর মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩৭৮ জন করোনা রোগী।

জয়পুরহাট প্রতিনিধি