সাপাহারে নতুন করে ১১ জনের শরীরে করোনা সনাক্ত! মোট আক্রান্ত ৯০ জন
নওগাঁর সাপাহারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম,পুলিশের এস আই ফারুক,সাপাহার ইসলামী ব্যাংক কর্মকর্তা তরিকুল ইসলাম,নিশ্চিন্তপুর জনতা ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ সহ নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এনিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহা: রুহুল আমিন জানান, সম্প্রতি করোনা পরীক্ষার জন্য এ উপজেলা হতে ২৮জনের পাঠানো নমুনা থেকে নতুন করে ১১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলায় মোট ৮৩৬ টি নমুনা পরীক্ষায় মোট করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪২ জন।

সাপাহারে(নওগাঁ) প্রতিনিধি: