হাতে নাটায়,উপরে উড়ছে ঘুড়ি
মুক্ত বলাকার মতো আকাশে ডানা মেলে উড়তেকে না চায়। মানুষের তা সাধ্য নাই।তাই হাতেনাটায় ধরে মনকে পেছিয়ে আকাশে উড়িয়ে দিচ্ছেঘুড়ি।এমনি দৃশ্য চোখে পড়ল দিনাজপুরেরঘোড়াঘাটের ত্রিমোহনী ঘাটে।
পলিথিন, কট সুতা, কাপড়, বাঁশের কাঠি দিয়েতৈরি করছে রং বে রঙের চিল, রকেট, চং, ঢল ওমানুষ জাতীয় বিভিন্ন প্রকার ঘুড়ি। ত্রিমোহনীঘাটের উচুঁ রাস্তার উত্তর পাশে ১৫ থেকে ২০জনের মতো শিশু, কিশোর, যুবক উড়িয়ে দিচ্ছেনানান রঙের ঘুড়ি। আর তা দেখতে রাস্তার দু’পাশেভির জমিয়েছে শত শত মানুষ।
ত্রিমোহনী ঘাট এলাকার মিজানুর রহমান ঘুড়িউড়ায়তে উড়ায়তে বলেন, প্রতিবছর গরম মৌসুমে এখানে আমি নিজ হাতে তৈরিকরে ঘুড়ি উড়ায়। আমার আকাশে উড়ার খুবইশখ। কিন্তু আমার তো আর পাখির মতো ডানানেই। তাই ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে সাধমিটাচ্ছি।
কিশোর শ্রী সাধন পাল বলেন, সবাই ঘুড়ি উড়াচ্ছে, আমারও ইচ্ছে করে ঘুড়িউড়াতে। তাই বাবা কে বলে উনি আমাকে এইরকেট ঘুড়িটি বানিয়ে দিয়েছে। দুপুর থেকে মনেরসুখে ঘুড়ি উড়াচ্ছি।
রাসেল আহম্মেদ বলেন, এবারআমি তিন প্রকার চিল, চল আর মানুষ ঘুড়িবানিয়েছি। তবে চিল ঘুড়ি উড়ায়তে আমার খুবভাল লাগে। এখানে যত ঘুড়ি উড়ছে তার মধ্যেআমার ঘুড়ি সবার উপড়ে অবস্থান করছে।
নবম শ্রেণীতে পড়ে ঢল ঘুড়িয়ালা আকাশ বলেন, আমি আকাশ রহমান,আকাশে পাখির মতো উড়তে বড় ইচ্ছে হয়। তাতো আর হয় না, তাই মনকে বোঝ দেবার জন্যনিজে ঢল ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দিয়েছি।আর নিজেকে ঘুড়ির সাথে দ্বিগন্তে বিচরণকরাচ্ছি।
ঘুড়ি উড়ানো দেখতে আসা ৬৫ বছরের মজিবররহমান চাচার সাথে কথা হয়, তিনি বলেন, বাবা এ্যালা (এই) ঘুড়িউড়ানো মোর শখ ছিলো। ছোট বেলায় বাপ-মাউয়ের চোখোথ (চোখে) ফাঁকি দিয়ে কত ঘুড়িউড়িয়ে ছিনু (ছিলাম)। সারা দিন খাওয়া-দাওয়াভুলে মাঠত (মাঠ) গ্রামের ছোল-পলওর (ছেলেদের) সাথে খেলা করে ছিনু। আজ এ্যামার(এদের) ঘুড়ি উড়ানো দেখে মোর খুব শখ হচে(হচ্ছে)।
কয়েক জন দর্শকের সাথে কথা হয়, তারা বলেন, এই ত্রিমোহনী ঘাটে প্রতিবছর এই সময় এলাকার সবাই ঘুড়ি উড়ায়।আমরা বিকেল হলেই এখানে আসি ঘুড়ি উড়ানোদেখতে। এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘুড়িউড়ানো দেখে আমরা মুগ্ধ হয়ে যায়।

হিলি (দিনাজপুর)