মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র গাছের চারা বিতরণ
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম। এসময় সদর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলামসহ কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার ২৫০ জন ভিডিপি সদস্যের প্রতিজনকে পাঁচটি করে মোট এক হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করা হবে। এছাড়া জেলা কার্যালয়ের মাঠেও বিভিন্ন প্রজাতির আরও দুইশ চারা রোপন করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি