এলাকাবাসিকে ধান্দাবাজ ও শয়তান আখ্যায়িত করায় এমপি বাবলুকে ক্ষমা চাইতে হবে
সংসদীয় আসন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এলাকাবাসিকে ধান্দাবাজ ও শয়তান আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা সদর মাঝিড়া বটতলায় সচেতন এলাকাবাসির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে অতিসত্তর এমপি বাবলুকে এলাকাবাসির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জোর দাবী জানানো হয়েছে। নতুবা পরবর্তিতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষনা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার রাতে এমপি বাবলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডিতে এলাকার মানুষকে ধান্দাবাজ এবং শয়তান আখ্যায়িত করে স্ট্যাটাস দিয়ে অপমানিত করেছেন।
এমপি বাবলুর সীমাহীন অনিয়ম, দূর্নীতি ও সরকারী বরাদ্দে তার স্বজনপ্রীতি নিয়ে সমাজের সচেতন মহলে সমালোচনা শুরু হওয়ায় যখন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে তখন এমপি বাবলু এই স্ট্যাটাস দিয়ে তার কুকৃর্তি আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন। কিন্তু দেশের মানুষ আজ সচেতন। চলমান করোনা মহামারির এই দুঃসময়েও তিনি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে অনিয়ম, দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ায় ব্যস্ত রয়েছেন। অতিসত্তর এমপি বাবলুকে এলাকাবাসির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নতুবা পরবর্তিতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এবিষয়ে সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর সাথে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি