ইতালিতে ৬ বাংলাদেশির হাতে ১ বাংলাদেশি খুন
ইতালির মিলানে ছয় বাংলাদেশির হাতে রশিদ হাওলাদার (৪৪) নামে অপর এক বাংলাদেশি খুন হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।স্থানীয়রা জানান, মিলানের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের কাছে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে কথা কাটাকাটির জেরে ৬ বাংলাদেশি মিলে রশিদকে মেরে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। নিহত ও খুনিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশের সায়েন্টিফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুনিদের ফেলে যাওয়া হাতুড়ি ও চেইনসহ বেশকিছু আলামত উদ্ধার করে। পুলিম ইতোমধ্যে ২ জন খুনিকে শনাক্ত করেছে বলে জানা গেছে। সিটিভি ফুটেজ দেখে অন্য খুনিদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে। ঘটনাস্থল স্তাদেরা এলাকাটি পুলিশের খাতায় আগে থেকেই ক্রাইম জোন হিসেবে চিহ্নিত। তবে উত্তর আফ্রিকার অভিবাসীরা এ এলাকাটিতে ছোটখাটো অপরাধের সাথে জড়িত থাকলেও খুনের ঘটনায় প্রথম কেলেঙ্কারিতে জড়ালো বাংলাদেশিদের নাম।
এর আগে চলতি বছরেই ইতালীর পূর্বাঞ্চল সিসিলিয়ার দুটি শহরে ২ জন বাংলাদেশি গ্রেপ্তার হন নারী কেলেঙ্কারিতে। বিদেশি দু’জন পর্যটককে ধর্ষণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া মিলানের পাশ্ববর্তী আরেকটি শহরে ১১টি দামি মডেলের গাড়ি রাতের অন্ধকারে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ দেশে একজন বাংলাদেশিকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে অভিবাসন পরামর্শক মাঈনুল ইসলাম নাসিম বলেন, ইতোমধ্যে বাংলাদেশিদের সম্মান ইতালিতে দফায় দফায় ক্ষুণ্ন হয়েছে। নতুন মাত্রা যোগ হয়েছে খুনের মতো এ রকম জঘন্য একটি ঘটনা। যা আমাদের ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

অনলাইন ডেস্ক