যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে পঞ্চগড়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে পঞ্চগড় প্রেসকাব হলরুমে দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ পঞ্চগড় শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে ও যমুনা নিউজ ও যুগান্তরের জেলা প্রতিনিধি এসএ মাহমুদ সেলিমের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসকাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ। বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন নয়াদিগন্তের জেলা সংবাদদাতা আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ।

পঞ্চগড় প্রতিনিধি