সুনামগঞ্জে যাত্রী নিয়ে বাস খাদে, সবাই জীবিত উদ্ধার
সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। বাসে থাকা সাতজন যাত্রীকে জীবিত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল সাত জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সাতজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিকভাবে তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর মিজবাহ জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক