পোরশায় ইউএনওসহ নতুন করে ৯জন করোনায় আক্রান্ত
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজাসহ নতুন করে ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুনদের মধ্যে রয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ, প্রভাষক ও স্বাস্থ্য সহকারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান নতুন করে ৯জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুলাই ২৯ জনের পাঠানো নমুনার মধ্যে সোমবার রাতে ৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। বর্তমানে পোরশা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন। এদের মধ্যে ৩৬ জন সুস্থ্য হয়েছেন। আর মারা গেছেন একজন।

পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ