বগুড়ায় দু’দল সন্ত্রাসীর গুলি বিনিময়ে একজন নিহত
বগুড়ায় দু’দল সন্ত্রাসীর মাঝে গুলি বিনিময়ে আল আমিন ওরফে রাব্বী (৩৭) নামের তালিকা ভুক্ত সন্ত্রাসী মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টায় শহরের নিশিন্দারা এলাকায়। সে শহরের সুলতান গন্জ পাড়ার খালেকুজ্জামান হেলালের ছেলে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিশিন্দারা এলাকার একটি বাগানে দু’দল সন্ত্রাসীর মাঝে গুলি বিনিময় হচ্ছে। পুলিশ ঘটনাস্হলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্হায় সেখানে আল আমিনকে পাওয়া যায়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকেৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
ঘটনাস্হল থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আল আমিন ওরফে রাব্বি তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

অনলাইন ডেস্ক