পোরশায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
নওগাঁর পোরশায় মাসুদ(২০) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। মাসুদ উপজেলার সারাইগাছী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেছেন। গত মঙ্গলবার সন্ধায় মাসুদের বাবার অভিযোগের প্রেক্ষিতে উপজেলার তেঁতুলিয়া বাজারে অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানা পুলিশ।
পোরশা থানার অফিসার ইনচার্জ শফিকুল আজম খান জানান, মাসুদ বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের পাশাপাশি সে মাদক ব্যবসা করেও আসছিল। এছাড়াও বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় একটি মামলা হলে গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :