বগুড়ায় আরও ১৭৯ জন করোনা মুক্ত
বগুড়ায় একদিনে আরও ১৭৯ জন করোনা মুক্ত হয়েছেন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন। মারা গেছেন ৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১২ জন ও শিশু ৩ জন।
বৃহস্পতিবার বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৯ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫১টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জন পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৪ জন, শেরপুরে ৫ জন, কাহালুতে ৪ জন, শিবগঞ্জে ২ জন, শাজাহানপুরে ২ জন, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় ২ জন রয়েছেন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪৩৭০ জন। সুস্থ হয়েছেন ২৫৭৫ জন, মারা গেছেন ৯০ জন।

অনলাইন ডেস্ক