পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় ফাইম(৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ফাইম নিয়ামতপুর উপজেলার বেলহট্রি গ্রামের গনির ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে কীটনাশক ক্রয় করার জন্য উপজেলার বড়গ্রাম বাজারে রাস্তার ধারে একটি কীটনাশকের দোকানে বসে ছিলেন ফাইম। এসময় একটি ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে ঐ কীটনাশকের দোকানে ঢুকে পড়ে। ভটভটির নিচে চাপা পড়ে ফাইম। এতে ঘটনাস্থলেই ফাইমের মৃত্যু হয়। এ ঘটনায় ভটভটি চালক পলাতক রয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি