দেবীগঞ্জে শ্যালকের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাভাই’র মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্যালকের বিয়ে অনুষ্ঠানে স্টেজ সাজানোর সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দ্বিগেন্দ্র নাথ রায় (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। দ্বিগেন একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের ভাউলাপায়ার সূর্য মোহন রায়ের ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি শ্বশুর বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপি’র টাকাহারা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, দ্বিগেন তার শ্বশুর বাড়িতে শ্যালকের বিয়েতে যান। সেখানে শ্যালকের আশীর্বাদী অনুষ্ঠানে স্টেজ সাজানোর সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বিগেনকে মৃত ঘোষণা করেন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দ্বিগেন নামে এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি