কাহালুর ১০টি গ্রামের আবাদী জমির পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন ইউএনও
বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের মহেশপুর এলাকায় ঘন্টার পর ঘন্টা নিজে দাঁড়িয়ে থেকে ১০টি গ্রামের আবাদী জমির পানি নিস্কাশনের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। গত বৃহস্পতিবার এলাকাবাসী পানি নিস্কাশনের ব্যবস্থার জন্য কাহালু উপজেলা নির্বাহি অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কাহালু-মালঞ্চা সড়কের দু-পার্শ্বে সরকারী নয়ন জলীতে মহেশপুর এলাকায় কতিপয় লোকজন ব্রীজ, কালভাটের মুখে মাটি ভরাট করে বর্ষার পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে কাহালু সদর ইউনিয়নের মহেশপুর, মহরাবানী সহ উপজেলার দলগাড়া, অঘোরশাল, ধাওয়াপাড়া, ইসবপুর, মালোহালী, ওলাহালী, ডোমরগ্রাম ও মহরাজয় গ্রামের মাঠের আবাদী জমির পানি নিস্কাশন বন্ধ হয়ে যায়। চলতি মৌসুমে অত্র এলাকার পানি বেশী জমে থাকায় আমন মৌসুমে কৃষককেরা এখন পর্যন্ত জমিতে হাল চাষ করতে পারছেন না। শনিবার এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান অত্র এলাকায় গিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন এবং কাহালু সদর ইউ পি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পি এম বেলাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু থানার এস আই মেহেদী হাসান সহ কাহালু থানার পুলিশ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ