কাহালুতে ভিক্ষুকদের মাঝে ছাগল প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও
শনিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে উপজেলার ১৯টি ভিক্ষুক পরিবারের মাঝে প্রত্যেকে ২টি করে মোট ৩৮টি ছাগল প্রদান করা হয়। উক্ত ছাগল প্রদান করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার একটি বাড়ী একটি খামারের কর্মকর্তা মামুনুর রশিদ সহ একটি বাড়ী একটি খামারের ফিল্ড অফিসারবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ